দেশ

সর্দার প্যাটেলের জন্মসার্ধশতবর্ষে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় একতা দিবস’ ৷ শুক্রবার গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে, সেই সমাবেশ থেকেই ঐক্যের শপথ নিলেন তিনি ৷ জাতীয় একতা দিবসের কুচকাওয়াজে অভিবাদনও গ্রহণ করেন প্রধানমন্ত্রী ৷ এদিন সকালে মোদি গুজরাতের নর্মদা জেলার একতা নগরের কাছে অবস্থিত 182 মিটার উঁচু সর্দার প্যাটেলের মূর্তির কাছে পৌঁছন ৷ ফুল অর্পণ করে ভারতের লৌহমানবকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী । শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ সেখানেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এদিন জাতির ঐক্য ও অখণ্ডতা রক্ষার জন্য শপথও নেন মোদি । সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমি আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করার জন্য শপথ নিচ্ছি ৷ এই উদ্দেশে নিজেকে উৎসর্গও করছি ।” তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের চেতনায় আমি শপথ গ্রহণ করছি ৷ অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার জন্য নিজেকে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ করছি। একতার শপথ, বা ঐক্যের অঙ্গীকার, ভারতের জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় নিজেকে উৎসর্গ করার গভীর সংকল্পে আমি নিয়োজিত ।”