ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার ভোরে আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১৫০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ এবং খল্ম (Khulm) শহরের কাছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে শত শত মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আফগাস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) জানিয়েছে, রবিবার গভীর রাতে (স্থানীয় সময় আনুমানিক রাত ১টায়) দেশের বেশ কয়েকটি জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আফগানিস্তান ছাড়াও প্রতিবেশী দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানও কেঁপে ওঠে। হাজী জায়েদ জানিয়েছেন, ভূমিকম্পের ফলে মাজার-ই-শরিফ শহরের বিখ্যাত নীল মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে। একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছে, মসজিদের বাইরে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। USGS তাদের স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা পেজার সিস্টেমে (PAGER) কমলা সতর্কতা জারি করেছে।


