দেশ

হানিট্র্যাপে পড়ে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস, গ্রেফতার ডিআরডিও শীর্ষ বিজ্ঞানী

হানিট্র্যাপে ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন DRDO-র এক শীর্ষ বিজ্ঞানী। অভিযোগ, পাকিস্তানের পাতা হানিট্র্যাপের ফাঁদে পড়ে সেদেশের গোয়েন্দাদের হাতে ভারতের অস্ত্রশস্ত্রের গবেষণা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিচ্ছিলেন ৫৯ বছর বয়সী এক বিজ্ঞানী। বুধবার তাঁকে পুণে থেকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা। মহারাষ্ট্র ATS সূত্রের খবর, DRDO’র ওই শীর্ষস্থানীয় বিজ্ঞানী হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন পাক গোয়েন্দাদের সঙ্গে। এটিএস সূত্রে জানা গেছে হোয়াটসঅ্যাপ বার্তা, ভয়েস কল, ভিডিও ইত্যাদির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অপারেটিভদের সাথে তার যোগাযোগ ছিল। সন্ত্রাসবিরোধী স্কোয়াডের তরফে বিবৃতিতে  বলা হয়েছে- দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও, ডিআরডিও আধিকারিক তার পদের অপব্যবহার করে সংবেদনশীল সরকারি গোপনীয়তার সাথে আপস করেছেন, যা শত্রু দেশের হাতে পড়লে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই ঘটনায় মুম্বাইয়ের কালাচৌকিতে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর ১৯২৩ ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে।এছাড়াও তদন্তকারী অফিসাররা ঘটনার গভীরে আরও তদন্ত করছে বলে জানিয়েছে সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ডিআরডিও  বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে তদন্তের জন্য পুনের অ্যান্টি-টেররিজম স্কোয়াড অফিসে আনা হয়েছে৷