আইএএস-আইপিএস সহ মোট ৫৪ জন বদলি
মন্ত্রিসভার পর এবার প্রশাসনিক স্তরে বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের মাঝেই জেলাশাসককে রদবদল করা হল। এছাড়াও বেশ কিছু সরকারি উচ্চ পদেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের প্রশাসনিক ও পুলিসে বড় ধরনের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস, আইপিএস এবং ডব্লবিসিএস পর্যায়ে প্রচুর আধিকারিকের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে সোমবার রাজ্য মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল করেছিলেন মুখ্যমন্ত্রী। এই পর্বে মোট ১৩ টি জেলার জেলাশাসক পরিবর্তন করা হয়েছে। এই জেলাগুলি হল-হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দার্জিলিং। পুলিস সুপার পরিবর্তন করা হয়েছে ১০টি জেলার। এই জেলাগুলি হল- পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, দক্ষিণ দিনাজপুর, কৃষ্ণনগর পুলিস জেলা, রাণাঘাট পুলিস জেলা, বারুইপুর পুলিস জেলা, জঙ্গিপুর পুলিস জেলা। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের কমিশনার পরিবর্তন হয়েছে। কলকাতা পুলিসে ডেপুটি কমিশনার পর্যায়ে বেশ কয়েকটি বদলি হয়েছে। রাজ্য পুলিসে ডিআইজি থেকে অতিরিক্ত পুলিস সুপার পর্যায়েও বদলি হয়েছে। রাজ্য প্রশাসন ও পুলিসে এক ধাক্কায় এত সংখ্যক বদলি সাম্প্রতিক সময়ে হয়নি। এই পর্বে মোট ৩১ জন আইপিএস এবং ২৩ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। বেশ কয়েকজন জেলাশাসকের জেলা পরিবর্তন করা হয়ে। যেমন হুগলির জেলাশাসক দীপা প্রিয়া হাওড়ার দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য হচ্ছেন হুগলির জেলাশাসক। দার্জিলিংয়ের জেলাশাসক পোন্নামবালম পশ্চিম বর্ধমানের জেলাশাসক হচ্ছেন। দার্জিলিংয়ের জেলাশাসক হচ্ছেন প্রীতি গোয়েল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি যাচ্ছেন পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার নতুন জেলাশাসক হচ্ছেন সিয়াদ এন। তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। অন্যদিকে নদীয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠি বদলি হয়েছেন পর্যটন দপ্তরের সিনিয়র বিশেষ সচিব পদে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান অর্থ দপ্তরের বিশেষ সচিব পদে বদলি হয়েছেন। মহকুমা শাসক পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে আইএসএস এবং ডব্লুবিসিএস পর্যায়ে কিছু রদবদল হয়েছে। শিলিগুড়ি কমিশনারেটের নতুন পুলিস কমিশনার হচ্ছেন সি সুধাকর। সেখানকার পুলিস কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদিকে জলপাইগুড়ি রেঞ্জের আইজি পদে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনপুরের পুলিস সুপার কে অমরনাথকে কৃষ্ণনগর পুলিস জেলার সুপার পদে বদলি করা হয়েছে। কলকাতা পুলিসের ডিসি ট্রাফিক সূর্য প্রতাপ হচ্ছে মুর্শিদাবাদের পুলিস সুপার।