কলকাতা

কসবায় ময়লা ফেলা নিয়ে ঝামেলা, চলল গুলি

কলকাতার রাস্তায় হঠাৎই রাতে প্রকাশ্যে চলল গুলি৷ ঘটনায় কেউ আহত না হলেও বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কসবার বৈকুণ্ঠ রোড এলাকায় ময়লা ফেলার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়৷ আর তাতেই ক্লাবের সদস্যদের মধ্যে ঝামেলা শুরু হয়৷ আর তখনই একদল দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ৷ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, কেউ আহত হয়নি বলেই অভিযোগ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঝামেলা শুরু হয়৷ এরপর গুলি চলে রাত্রি সাড়ে দশটা নাগাদ৷ অভিযুক্তের নাম সৌমিত মণ্ডল৷ কসবা থানার পুলিশ সৌমিত মণ্ডলকে আটক করে নিয়ে গিয়েছে৷ এ ছাড়াও যাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, সেই ব্যক্তি বিশেষ ভাবে আহত হননি বলেই খবর৷ এই ঘটনার পর কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ৷ যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ স্থানীয়দের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা সৌমিত মণ্ডল এলাকার মানুষকে নানা ভাবে হেনস্থা করে আসছেন৷ এ দিন সকালে তিনি ময়লা ফেলতে গেলে পাড়ার কয়েকজন যুবক বলেন, সকালে ময়লা ফেলার গাড়ি আসে, সেখানে ময়লা ফেলতে৷ কিন্তু সৌমিত তাতে রাজি হননি৷ এর পরেই বচসা শুরু হয়৷ তার পরেই চলে গুলি৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, নিজের বাইকের সামনে পুলিশের স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন সৌমিত৷ তিনি আদৌ কোথাকার পুলিশ, কোথায় কর্মরত, স্পষ্ট করে বলতে পারেননি৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত বলেছেন, তিনি কিছু করেননি৷