সাত বছর পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে তৃণমূলে ফিরলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূল ভবনে শোভনকে দলে স্বাগত জানান সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস৷ কিছুদিন আগেই শোভনকে এনকেডিএ-এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তার পরেই শোভনের তৃণমূলে ফেরা একরকম নিশ্চিত হয়ে যায়৷ শোভনই দলে ফেরার আবেদন করেছিলেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে৷ সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে পুরনো দলে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাবর্তন হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শাসকদলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জোড়াফুলের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে স্বাগত জানান শোভন-বৈশাখীকে। তৃণমূলে যোগ দিয়েই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন এবং বৈশাখী৷


