সোমবার সাতসকালে হরিদেবপুরে আতঙ্ক। প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ মহিলাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এমআরআই বাঙ্গুর হাসপাতালে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, আহত মহিলার নাম মৌসুমী হালদার। বয়স ৩৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এক যুবক বাইকে করে এসে আচমকা গুলি করে পালিয়ে যান। তাঁর পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর গুলি লাগার খবর শুনেই ছুটে আসেন পরিবার। আহত মহিলার ছেলেই স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


