কলকাতা

ভাইফোঁটায় ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, কমছে মেট্রোর সংখ্যা

বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ব্লু ও গ্রিন লাইনে চলবে বিশেষ মেট্রো পরিষেবা । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । যদিও অন্যান্য দিনের তুলনায় গ্রিন ও ব্লু লাইনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে এদিন ৷ তবে ইয়েলো, অরেঞ্জ ও পার্পেল লাইনে অন্যান্য দিনের মতোই পরিষেবা স্বাভাবিক থাকবে । বাইরে বেরনোর আগে সুবিধার্থে জেনে নিন ব্লু ও গ্রিন লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি ৷

ব্লু লাইন :

272টির পরিবর্তে সারাদিনে ব্লু লাইনে 182টি পরিষেবা চলবে । এই মোট সংখ্যার মধ্যে 91টি আপ ও 91টি ডাউন ।

দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল 6টা 54 মিনিটে ।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোর সময় সকাল 6টা 55 মিনিটে ।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত 9টা 32 মিনিটে ।

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রোর সময় রাত 9টা 44 মিনিট ।

গ্রিন লাইন :

226টির পরিবর্তে সারাদিনে চলবে 148 পরিষেবা । যার মধ্যে 72টি আপ ও 72টি ডাউন পরিষেবা থাকছে ।

দিনের প্রথম পরিষেবা

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 30 মিনিটে । এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো সকাল 6টা 39 মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল 6টা 32 মিনিটে ।

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত 9টা 47 মিনিটে ।