পৌষ মেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাবে রেল। আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে চলবে এই বিশেষ ট্রেন পরিষেবা। বর্ষশেষের এই তিনদিন হাওড়া থেকে স্পেশাল ট্রেন সকাল সাতটা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। সকাল ১১টা ১০ মিনিটে রামপুরহাট পৌঁছবে। ফিরতি পথে এই তিনদিন দুপুর তিনটেয় বোলপুর থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে। সন্ধ্যা সাতটায় সেটি হাওড়া স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন), প্রান্তিক, আহমেদপুর এবং সাঁইথিয়া স্টেশনে থামবে ট্রেনটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শান্তিনিকেতনে বছরভর দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে ছুটির মরশুমে রবিভূমে পৌষ মেলায় অংশ নেওয়া সাধারণ মানুষের কাছে বাড়তি আকর্ষণ। এই সময়ে বোলপুরগামী ট্রেনের টিকিটের বাড়তি চাহিদা থাকে।