কলকাতা

পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরার মধ্যেই ইস্তফা এসএসসি-র চেয়ারম্যানের

পার্থকে সিবিআই জেরার মধ্যেই বদল করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় আপাতত সর্বশিক্ষা মিশনের অধিকর্তা শুভ্র চক্রবর্তী দায়িত্ব সামলাবেন। আজ সন্ধ্যে ৭ টা ৫৫ নাগাদ এসএসসি দফতর থেকে বেরোন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁকে ফুলের তোড়া দিয়ে বিদায় শুভেচ্ছা জানানো হয়। সেই সময় বেরিয়ে তিনি বলেন, ”খুব ভালো কেটেছে, সবার জন্য শুভেচ্ছা রইল।” যদিও কোর্টের রায়ের বিষয়ে সিদ্ধার্থ মজুমদার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, এসএসসি নিয়ে হাই কোর্টে চরম বিপর্যয়ের মুখে পড়ার পরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। মৌখিকভাবে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছিল সিদ্ধার্থ মজুমদারকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এগিয়েছে গোটা প্রক্রিয়া।