এদিন জেলাশাসক, এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব জানান মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোন কাজ না পড়ে থাকে। তাহলে কি মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট? এই নির্দেশের পরপরই শুরু হয়েছে জল্পনা। দুয়ারে সরকার নিয়ে নিয়ে এদিন প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব । সেই বৈঠকেই যে পরিষেবা গুলিতে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে সেই পরিষেবা গুলি যাতে ২০ এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া হয়। পাশাপাশি এই দিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে সেই অভিযোগগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। বিশেষত দুয়ারী সরকার শুরু হবার পরপরই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে। সেই নিষ্পত্তি গুলি যাতে দ্রুত করে দেওয়া হয় সেই বিষয়েও এদিনের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।প্রসঙ্গত সোমবারই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলো এর মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য আবেদন পত্র নেওয়ার কাজ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই পরিষেবা দেওয়ার সময়সীমা তথা দুয়ারে সরকারের সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কীভাবে পরিষেবা দেওয়া যেতে পারে তা নিয়েই মূলত এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পরিষেবা কিভাবে দিতে হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন নবান্নের তরফে দেওয়া হয়েছে।
