কলকাতা

বন্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টানা ভারী বৃষ্টি এবং একাধিক ড্যাম থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যা জন্য বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে ১৬ জনের। উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনা ও এনডিআরএফ-এর বিশেষ দল। বন্যার বাকি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও ডিভিসি’র ছাড়া জলে ডুবেছে হুগলির খানাকুল, আরামবাগ, মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতার মতো এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী, দ্বারকেশ্বরী, রূপনারায়ণ, কংসাবতীর জল।  ইতিমধ্যেই বন্যাস্থল পরিদর্শন করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর এই দুর্যোগে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কাছে এই নির্দেশ গিয়েছে বলে জানা গিয়েছে।  দুর্গত এলাকায় ও ত্রাণ শিবিরে ত্রিপল, শুকনো খাবার ও সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বন্যার জলে প্লাবিত এলাকা ঘুরে ঘুরে দেখছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।