দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল নয়া জাতীয় শিক্ষানীতি। পাশাপাশি আজ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নামও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম করা হচ্ছে শিক্ষামন্ত্রক। বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তথা MHRD-র মন্ত্রী হলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সূত্রের খবর, আজই MHRD-র নাম বদলে শিক্ষামন্ত্রক করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নতুন এই নীতির ফলে বাতিল করা হল পূর্বের জাতীয় শিক্ষানীতি। পূর্বের নীতিটি ১৯৮৬ সালে আনা হয়েছিল । তাতে শেষবারের মতো পরিবর্তন করা হয় ১৯৯২ সালে। নীতি পরিবর্তনে অনুমোদন দেওয়ার সঙ্গেই সঙ্গেই বদল করা হল মন্ত্রকের নামও।
