জেলা রাজনীতি

রাজ্যের ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের

 লোকসভা ভোটের পরে রাজ্যে মোট ১১ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলছে এর মধ্যে চার আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই চার আসনেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি সাত আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিধানসভার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী শাসক দল। ধর্ম, বর্ণ, জাতি নয়, রাজ্যের উন্নয়ন আর কেন্দ্রের বঞ্চনা এই দুই ইস্যুকে সামনে রেখেই জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত। লোকসভা ভোটের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি ৪৬,৭৩৯ ভোটে। যদিও উপনির্বাচনে তৃণমূলের ব্যবধান হয় ৫০,০৭৭ ভোটের। রানাঘাট দক্ষিণে লোকসভায় বিজেপি এগিয়েছিল ৩৬,৯৩৬ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৯,০৪৮ ভোট। বাগদায় লোকসভায় বিজেপি জিতেছিল ২০,৬১৪ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৪৫৫ ভোট। মাদারিহাট আসন লোকসভায় বিজেপির জয়ের ব্যবধান ছিল ১১,০৬৩ ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ২৮,১৬৮ ভোটের।