কৃষি ভবন থেকে ধরনা তুলে দিতে প্রথমে রীতিমতো টানাহ্যাঁচড়া, চ্যাংদোলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ৷ নয়াদিল্লির মুখার্জী নগর থানার অধীনস্থ একটি ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সহ তৃণমূলের নেতানেত্রীদের বসিয়ে রাখে পুলিশ৷ তৃণমূলের একাধিক সাংসদ, মন্ত্রীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়৷ মহুয়া মৈত্রকে রীতিমতো চ্যাংদোলা করে কৃষি ভবনের বাইরে নিয়ে আস মহিলা পুলিশ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সমস্ত ভিডিও পোস্ট করে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভব্যতার আচরণ তুলেছেন শান্তনুু সেন, মহুয়া মৈত্রের মতো তৃণমূল সাংসদরা৷