জেলা

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা নিয়েও বিরোধিতা’, বিজেপি প্রার্থী রেখাকে বিঁধল তৃণমূল

কয়েকদিন আগে ফোনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন তিনি ৷ ‘শক্তি স্বরূপা’ হিসাবে তাঁকে বর্ণনাও করেন মোদি ৷ বসিরহাটের সেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে সরকারি সুবিধা ভোগের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ডের তথ্য প্রকাশ্য়ে এনে তৃণমূলের দাবি, সরকারি পরিষেবা লক্ষ্মী ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রাপকের তালিকায় নাম রয়েছে তাঁর ৷এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্যের শাসক দল । তৃণমূলের দাবি, ২০২১ সালের ২৫ অগস্ট ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন রেখা পাত্র । সেই আবেদনের ভিত্তিতে এই পরিষেবা পান তিনি ।বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘রেখা পাত্র, বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী শুনলাম অসুস্থ হয়েছেন । রাজ্যে মুখ্যমন্ত্রীর তৈরি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে । তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান । চাইলে তিনিও এর সাহায্য নিতে পারেন । অতএব এক্ষেত্রে যাঁরা মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েও দিদির বিরোধিতা করবেন, তাঁদের বলব একটু ভেবে দেখুন ।’’