কলকাতা

হরিদেবপুুরের আগুন দিয়ে প্রেমিকের বাড়িতে প্রবেশ, মৃত্যু মহিলার

খাস কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গায়ে আগুন দিয়ে, প্রেমিকের বাড়িতে প্রবেশ। কয়েক ঘণ্টা পরেই হাসপাতালে মৃত্যু হল মহিলার। ভয়াবহ ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। সোমবার রাতে হরিদেবপুুরের ব্যানার্জিপাড়ায় একটি গলির মধ্যে দাঁড়িয়ে নিজের আগুন দেন ৪৫ বছরের এক মহিলা। সেই অবস্থাতেই প্রেমিকের বাড়িতে ঢুকে পড়েন। মঙ্গলবার সকালে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা। গতকাল রাতেই হরিদেবপুরের ওই বাড়ি থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। মহিলা জানিয়েছেন, সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল। সে কারণেই গায়ে আগুন দেন। জানা গিয়েছে, মহিলা বিবাহিত। একটি ছেলে সন্তান রয়েছে। ভবানীপুরে থাকতেন। অন্যদিকে সুবীরও বিবাহিত। স্ত্রীর সঙ্গে থাকতেন না। হরিদেবপুরের এই বাড়িতে থাকতেন। এদিন তিনি বাড়িতে ছিলেন না। মৃত মহিলার বয়ানের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ। সুবীরের খোঁজে তল্লাশি চলছে।