বিজ্ঞান-প্রযুক্তি

৪ মাসের ব্যবধানে ফের ১০ হাজার কর্মী ছাঁটাই, জানালেন সিইও মার্ক জুকারবার্গ

আর্থিক মন্দা সামলাতে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সম্প্রতি মেটার তরফ থেকে ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। যারা থেকে গিয়েছিল তখনো তাঁরা বোঝেননি তাঁদের মাথাতেও ঝুলছে খাঁড়া। এবার মেটা জানালো, দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই হবে সংস্থা থেকে। মঙ্গলবার মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়ে দিয়েছেন, তাঁর সংস্থা কমপক্ষে ১০ হাজার কর্মী কমাতে চলেছে। শুধু তাই নয়, আপাতত ৫০০০ নতুন নিয়োগ বন্ধ থাকছে মেটায়। সূত্রের খবর, বিজ্ঞাপন থেকে মেটার আয় কমেছে। সুতরাং ব্যয় কমানোর কথা চিন্তা করেই এই বিপুল সংখ্যক কর্মীকে মেটা ছাঁটাই করতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই মেটার সিদ্ধান্ত উদ্বেগ বাড়িয়েছে কর্মীদের।