মহাকাশে ইতিমধ্যেই বেশ খানিকটা দুরত্ব পাড়ি দিয়েছে আদিত্য এল-১। ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে লক্ষ্যের আরও কাছে। তবে গন্তব্যে পৌঁছতে দেরী হলেও কাজ কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে ইসরোর ‘সৌরযান’। এক্সে ইসরোর তরফে আদিত্যর পাঠানো একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটিতে সুন্দরভাবে ধরা দিয়েছে আমাদের পৃথিবী ও চাঁদের দৃশ্য। চন্দ্রযানের পর ইতিহাস তৈরির পথে অগ্রসর হচ্ছে আদিত্য এল-১।