জেলা

চড়িয়াল সেতুর উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চড়িয়াল সেতুর উদ্বোধন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চড়িয়াল খালের উপর নতুন সেতুর উদ্বোধন করেন সাংসদ । সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় অভিষেক বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এই সেতু নির্মাণের দাবি ছিল সাধারণ মানুষের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে।’ এদিন বক্তৃতা রাখার সময় অভিষেক স্থানীয় বিধায়ক অশোক দেবের ভুয়সী প্রশংসা করেন। এই সেতু তৈরি হওয়ার পিছনে তাঁরও অবদান রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সেতু নির্মাণের জন্য যদি আমার এক শতাংশ অবদান থাকে, তবে বাকি ৯৯ শতাংশ কৃতিত্ব রয়েছে অশোক দেব, সাধারণ মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।