দেশ

‘দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার চাই’, ত্রিপুরার সভা থেকে বিজেপিকে তোপ অভিষেকের

‘দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারে সরকার চাই’, ত্রিপুরার রবীন্দ্রভবনের সভা থেকে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপির চক্রব্যূহ ধ্বংস করব’। এদিন তৃণমূল যুবরাজের স্লোগান, ‘ঘাসের ওপর জোড়াফুল, বিজেপিকে ধ্বংস করবে তৃণমূল’। অভিষেকের দাবি, আগামী মার্চ মাস থেকেই ত্রিপুরাতে শুরু হবে, ‘দুয়ারে সরকারের সরকার’। তিনি বলেন, তৃণমূলের সরকার মানে উন্নয়নমূলক এবং গঠনমূলক। তাঁর প্রতিশ্রুতি, বাংলার মতো ত্রিপুরাতেও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, দুয়ারে সরকার হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির ‘ডবল ইঞ্জিন’কে কটাক্ষ করে বলেন, ওদের ডবল ইঞ্জিন মানে ইডি- সিবিআই। ত্রিপুরাকে বিজেপি ধ্বংস করছে দাবি করে তিনি বলেন, ‘বিকল্প একমাত্র তৃণমূল’। এরপরেই তাঁর বার্তা, ‘ত্রিপুরাতে সিঙ্গেল ইঞ্জিনের সরকার করতে হবে’। এদিন তিনি বলেন, সাধারণ মানুষ বাংলায় পরিবর্তন আনতে পেরেছে। ত্রিপুরাতেও পারবে। এরপরেই অভিষেকের হুঁশিয়ারি, ‘বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না’। ত্রিপুরা অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়েছে, দাবি করে অভিষেক বলেন, পরিবর্তন হবেই। বিজেপির বিকল্প সিপিএম- কংগ্রেস নয় দাবি করে অভিষেক বলেন, ‘মাটি কামড়ে পড়ে থাকুন। পরিবর্তন আনুন’। তিনি আরও বলেন, তৃণমূল কথা দিলে কথা রাখে। তাঁর নয়া স্লোগান, ‘ঘাসের ওপর জোড়াফুল/ ত্রিপুরাকে বাঁচাবে তৃণমূল’। অভিষেক এদিন দাবি করেন, ত্রিপুরাতে বারবার আক্রমণ হয়েছে তৃণমূলের ওপরে। তবু কর্মীদের মাটি কামড়ে পড়ে থেকে লড়াইয়ের বার্তা দেন তৃণমূল যুবরাজ। সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, ভোটে অংশগ্রহণ করুন- শান্তি শৃঙ্খলা বজায় রেখে।