দুর্গাপুজোকে সামনে রেখে একযোগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগাম বেতনের করল নবান্ন। মঙ্গলবার রাজ্য অর্থ দফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। একইসঙ্গে গ্র্যান্ট-ইন-এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড এবং অনারারিয়ামও ওই দিন দেওয়া হবে ৷ তবে রাজ্যের পেনশনভোগীরা নিয়মমাফিক আগামী ১ অক্টোবরই অর্থ পাবেন। এদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের অর্থও ওইদিন থেকেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।
অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকও পুজোর কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন আগেভাগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়া হলেও এবছর তা 26 সেপ্টেম্বর প্রদান করা হবে বলে জানা গিয়েছে ৷ মন্ত্রক সূত্রের খবর, দুর্গাপুজোর ছুটি ও উৎসবকালীন কেনাকাটার কথা ভেবে এই পদক্ষেপ । এতে যেমন কর্মীদের আর্থিক পরিকল্পনা সহজ হবে, তেমনই চাঙ্গা হবে উৎসবের বাজারও। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ খুচরো বাজারে ব্যয় বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিকে ইতিবাচক বার্তা দেবে। অন্যদিকে বাংলার প্রকল্পে টাকা আটকে পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।


