জেলা

হিঙ্গলগঞ্জের মঞ্চ থেকে ডানলপ এবং গৌরহাটি ফেরিঘাটের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ হিঙ্গলগঞ্জের মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে ডানলপ এবং গৌরহাটি ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে ডানলপ ফেরিঘাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক পি দিপাপ প্রিয়া, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, বিধায়ক তপন দাশগুপ্ত প্রমুখ। ছিলেন গঙ্গার দুই প্রান্তের হুগলি চুঁচুড়া পুরসভা, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওদিকে চন্দননগরের গৌরহাটি ফেরিঘাটের উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কমিশনার স্বপন কুন্ডু সহ জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জল পরিবহন ব্যবস্থাকে আরও সুগম করতে ফেরি সার্ভিসের আধুনিকীকরণে উদ্যোগী রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। এক একটি ফেরিঘাটে খরচ হয়েছে ৩.৪ কোটি টাকা। জেলার দুটি ফেরিঘাটের আধুনিকীকরণে মোট ৬.৮ কোটি টাকা খরচ করা হয়েছে। ফলে একদিকে যেমন যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হবে, পাশাপাশি গঙ্গার দুই প্রান্তের দূরত্বও অনেকটাই কমবে। এখন থেকে মাত্র দশ মিনিটেই ডানলপ থেকে হালিশহর পৌঁছনো সম্ভব হবে। সারাদিন চালু থাকবে ফেরি সার্ভিস।