দেশ

দিল্লিতে কমেছে দূষণের মাত্রা, বুধবার থেকে খুলছে স্কুল

কমেছে দিল্লির বাতাসে দূষণের মাত্রা। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে খুলছে দিল্লির সমস্ত স্কুল। সরকারি দফতরের ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজ করার নির্দেশও বাতিল করা হয়েছে। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের তরফে ঘোষণা করা হয়েছে। দিল্লির পাশাপাশি নয়ডার স্কুলও খুলছে। সোমবার পরিবেশমন্ত্রী বলেন, দিল্লির সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ বাতিল করা হয়েছে। এদিন থেকেই সমস্ত সরকারি কর্মীরা দফতরে এসে কাজ করবেন। দিল্লি সরকারের তরফে জাতীয় সড়ক, রাস্তা, উড়ালপুল নির্মাণের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাও তুলে নেওয়া হয়েছে। তবে বেসরকারি নির্মাণের উপর এই নিষেধাজ্ঞা জারি থাকছে।