কলকাতা

টলিউড অভিনেতা বনির মায়ের বিরূদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টে গেলেন পরিচালক-প্রযোজকরা

 নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতিতে টলিউডের নাম না জড়ালেও, ইডির দফতরে বনি সেনগুপ্তের তলবের পর থেকেই স্পষ্ট নিয়োগ দুর্নীতিতে গভীর যোগ রয়েছে টলিউডেরও। ইতিমধ্যেই ধৃত কুন্তল ঘোষের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে, জানা গিয়েছে টলিপাড়ার ভোট পরিচালনা তে নাম ছিল তাঁর। ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন) এর নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছেন কুন্তল। যে ইম্পা সভাপতি ছিলেন অভিনেতা বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত। তবে তখন তখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের নাম ওঠেনি। এখন কুন্তলকে জেরা করতেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। হল মালিক পরিবেশক, পর্যটকদের নিয়ে গঠিত সংগঠন ইম্পা, যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসের তৈরি হয়েছিল। এখানে পিয়াকে নির্বাচনের পেছনে জেতানোর পেছনে ছিলেন কুন্তল। প্রচুর টাকা ঢেলেছেন তিনি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিয়া সেনগুপ্ত। হোলির পরের দিনই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেন ইডি। এছাড়াও নাম জড়িয়েছে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখার্জীরও। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগ রয়েছে বনির। তবে তাঁরা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এবার ছেলের পর আইনি জটিলতায় জড়ালেন পিয়া। এবার ইম্পা সভাপতির বিরুদ্ধে হাইকোর্টে গেলেন টলিউড পরিচালক-প্রযোজক রা। পিয়া সাফাই হিসেবে জানিয়েছেন, “গোটাটাই গুজব!”