মালদা

মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী

হক জাফর ইমাম, মালদাঃ মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী।মহানন্দা নদী কচুরিপানায় ভরে গেছে। এর ফলে একদিকে যেমন দূষণ ছড়াচ্ছে ঠিক অন্যদিকে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। বর্তমানে এই সমস্যার সম্মুখীন পুরাতন মালদা পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী মহানন্দা কলোনির বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকার পুরুষদের পাশাপাশি মহিলারা। যত তাড়াতাড়ি সম্ভব কচুরিপানা পরিষ্কার করে দূষণমুক্ত করতে হবে মহানন্দা নদী এবং তাদের স্নান করার ঘাটকে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা দের অভিযোগ গত ৩ মাস আগে মালদা ইংরেজবাজার পৌরসভার বড় শিব মন্দির মাঠে মহানন্দা নদীর তীরে বইমেলা

অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহানন্দা নদীর ওপর বাঁশ দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়। স্থানীয়দের অভিযোগ অস্থায়ী বাশের সেতুর কারণে প্রায় মহানন্দা নদী বক্ষে এক কিলোমিটার জুড়ে কচুরিপানায় ভরে গেছে। ফলে তারা মহানন্দা নদীতে স্নান করতে পারছেন না তার পাশাপাশি দূষণ ছড়াচ্ছে। এই নিয়ে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে ঘাটের ফেরির দায়িত্বে থাকা এক কর্মী জানান, বিষয়টি তারা জেলা পরিষদ কে জানিয়েছেন। তার পাশাপাশি তাদের পক্ষ থেকে যতটা সম্ভব কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে বইমেলার দায়িত্বে থাকা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুরি জানান বর্ষার সময় এমনিতেই কচুরিপানা দেখা যায়। তবে বই মেলা উপলক্ষে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল। সেতু তৈরি হওয়ায় কচুরিপানা পারাপার হতে পারছে না। বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।