জেলা

পশ্চিম মেদিনীপুর জেলার এফএসটি প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করলেন জেলার জেলাশাসক

প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ বৃহস্পতিবার পতাকা নেড়ে পশ্চিম মেদিনীপুর জেলার এফ এস টি প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক পি মোহন গান্ধি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দশটি গাড়ি এতে অংশ নেয়। জেলাশাসক জানান সুষ্ঠু ভাবে যাতে মানুষ লোকসভা ভোটে অংশগ্রহন করতে পারে সেই জন্য জি পি এফ এর সাহায্যে গাড়িগুলি মনিটরিং এর ব্যবস্থাও থাকবে। যাতে করে কোন এলাকায় কোন ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ জানালে সাথে সাথে সেই এলাকায় প্রশাসন ব্যবস্থা নিতে পারে। গাড়িগুলিতে প্রচারের ক্ষেত্রে মূলতঃ জোর দেওয়া হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে কোন ব্যক্তি যাতে ভোটার দের প্রভাবিত না করেন তার ওপর। এক্ষেত্রে আইনানুগ ব্যবস্থার কথাও থাকছে। যে কোন ধরণের অভিযোগ জানানোর জন্য রয়েছে টোল ফ্রী নম্বর ১৯৫০। দেখুন ভিডিও –