মালদা

ভোটের মুখে দলবদল, শুভেন্দুর হাত ধরে কংগ্রেসের জেলাপরিষদ সদস্য তৃণমূলে

হক জাফর ইমামঃ ভোটের মুখে দলবদল,মালদা জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালদা জেলা পরিষদের সদস্য বন্দনা ঘোষ। মঙ্গলবার পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান শুভেন্দু বাবু। আসন্ন লোকসভা নির্বাচন আর কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হবে মালদা জেলায় । আর এই সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় অনেকটাই শক্তিশালী হবে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী মৌসম নুর বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব । শুভেন্দু বাবু জানান,মালদা জেলার দুটি আসনে জেতার ব্যাপারে তারা আশাবাদী । বিগত নির্বাচনগুলিতে আমরা জয়ী হয়নি। কিন্তু আমাদের ভোটের শতকরা হার বাড়ছে। বিগত নির্বাচনগুলিতে কংগ্রেস বামেদের ভোট আমাদের পক্ষে এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে। লোকসভা নির্বাচনে আমরা বিজেপির ভোটগুলি পাব। কংগ্রেস ছেড়ে এদিন তৃণমূলে যোগদানকারী জেলা পরিষদের সদস্যা বন্দনা ঘোষকে তৃণমূলের সদস্যপদ দেয় তৃণমূলের জেলা পর্যবেক্ষক। লোকসভা নির্বাচনে আগে চাঁচলে কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তৃণমূলে যোগদান করায় অনেকটাই শক্ত হবে। ওই এলাকায় তাদের ভোট আনেকটাই বাড়বে। শুভেন্দুবাবু বলেন বন্দনা ঘোষ আমাদের হয়ে আজ থেকেই এলাকায় প্রচার শুরু করবে মৌসম নূরের হয়ে। আমরা ওই এলাকায় সার্বিক উন্নয়ে সাহায্য করব। তৃনমূলের নতুন সদস্যকে আমরা সব রকমের সাহায্য করবো।