মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই মঙ্গলবার মিরিকে পা রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিরিকের সৌরিণী গ্রামে পৌঁছতেই খগেন-শংকরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু। বললেন, ‘ত্রাণ দিতে যাওয়া সাংসদকে মেরে তার চোখের হাড় ভেঙে দিল। বাংলায় যে গুন্ডারাজ চলছে তা আবারও প্রামাণিত।’ শুভেন্দু বলেন, ‘ত্রাণ দিতে যাওয়া সাংসদকে মেরে তার চোখের হাড় ভেঙে দিল। বাংলায় তো গুন্ডাদের রাজ চলছে। সেই সঙ্গে এই মুখ্যমন্ত্রীর আচরণ গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে বিপজ্জনক। কারণ, এতবড় হামলার পরও তিনি নিন্দা করেননি, গ্রেপ্তারের নির্দেশ দেননি। আমি তো খবর পেয়েছি, উদয়ন গুহকে ভালো করে আতিথেয়তা করা হয়েছে।’ এরপর রাজ্যের পুলিশ এবং প্রশাসন একপ্রকার হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘পুরো বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। অপরাধীদের গ্রেপ্তার করার জন্য যা যা করা দরকার করব।’ উল্লেখ্য, এদিন সৌরেণী গ্রামে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্ট, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সহ উত্তরের দলীয় কর্মীরা। দলের তরফে বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রাণও পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।



