দফায় দফায় হওয়া বৃষ্টিতে ভিজছে বাংলা। আপাতত পরিস্থিতি বদলের তেমন একটা সম্ভাবনা নেই ৷ কারণ ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখা ৷ এই দুটির প্রভাবে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। সবমিলিয়ে আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ দাপট থাকবে দমকা হাওয়ারও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে কোনও কোনও জায়গায়।উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৮ তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১টি জেলায়। দার্জিলিং থেকে শুরু করে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দিনাজপুরেও। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায়। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। এখন তাপমাত্রা খানিকটা হলেও নেমেছে ৷ বৃষ্টি কমে এলে তাপমাত্রা আরও একবার বাড়ার আশঙ্কা থাকছে ৷ অবশ্য বর্ষাকালে এই প্রবণতা মোটেই নতুন নয় ৷ তাপমাত্রার এই ওঠা-পড়ার জন্য অস্বস্তিও তৈরি হয় ৷
