তিন দিনও পুরোপুরি গড়াল না ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে ভারতের জয় পাওয়া যে সময়ের অপেক্ষা সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। তৃতীয় দিনে লাঞ্চের পরেই সেটা পরিণত হলো বাস্তবে। আমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে দিল ভারত। বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাডেজা ও মহম্মদ সিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসে একাই ৪টি উইকেট নিলেন জাডেজা। সিরাজের ঝুলিতে গিয়েছে ৩টি উইকেট। সব মিলিয়ে ম্যাচে ৭টি উইকেট নিলেন এই ভারতীয় পেসার।প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৪৬ রানে। প্রথম টেস্টে জিতে সিরিজ়ে ১-০ ফলে এগিয়ে গেল ভারত। ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট জিতলেন শুবমান গিল।


