দেশ

মাঝআকাশে জ্বালানি লিকেজ! বারাণসীতে জরুরি অবতরণ শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের 

বারাণসীতে জরুরি অবতরণ শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের। বুধবার কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেওয়ার পরই জ্বালানি লিকেজের সমস্যা দেখা দেয় বিমানটিতে। এরপরই তড়িঘড়ি বারাণসীতে অবতরণ করানো হয় বিমানটিকে । জানা গিয়েছে, যাত্রী এবং ক্রু সহ মোট ১৬৬ জনকে নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু মাঝআকাশে আচমকাই জ্বালানি লিকেজের সমস্যাটি লক্ষ্য করেন পাইলট। এরপরই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বারাণসীর এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে অনুমতি পাওয়া মাত্রই বিকেল ৪টা ১০ মিনিটে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে অবতরণের পর সমস্ত যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে কী কারণে জ্বালানি লিক হল, তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং একটি দল ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, প্রয়োজনীয় পরিদর্শন এবং মেরামতের পর বিমানটি ফের শ্রীনগরের উদ্দেশে রওনা দেবে বলে জানা গিয়েছে।