জেলা

ফের বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কার্যালয়ের মধ্যেই ২ নেতার হাতাহাতি

পশ্চিম মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। জেলা কার্যালয়ের মধ্যেই মারধরের ঘটনা, বিজেপি নেতৃত্বের দুই পক্ষের গোষ্ঠী কোন্দল। জেলার দলীয় কার্যালয়ের মধ্যেই বিজেপি’র জেলা সহ সভাপতিকে বেধড়ক মারলেন দলের মণ্ডল সভাপতি। ভেঙে দেওয়া হয়েছে তাঁর মোবাইলও। পুরো ঘটনার ছবি ধরা পড়েছে অফিসের সিসিটিভি ক্যামেরাতে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।  জানা গিয়েছে, শনিবার বিকেলে জেলা পার্টি অফিসে হাজির গিয়েছিলেন গড়বেতার বিজেপির  মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যা। দলীয় বৈঠকের জন্য দলের পতাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য জেলা কার্যালয়ে এসেছিলেন তিনি। কিন্তু তাঁকে প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়ার আগে বিজেপি’র জেলা সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত পুরনো জিনিসের হিসাব দেখতে চান। আর এতেই তেতে ওঠেন মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যা। রাগের বশবর্তী হয়ে যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পার্টি অফিসের মধ্যে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিজেপি’র জেলা সহ-সভাপতিকে বেধড়ক চড়-কিল-ঘুঁষি মারছেন ঠাকুর দাস মিদ্যা। এমনকি শঙ্কর গুছাইতের কাছ থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নিতে দেখা যায় দলের মণ্ডল সভাপতিকে। মোবাইল ফোনটি ভেঙেও দেওয়া হয়। দলীয় কার্যালয়ের ভেতরেই বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চলে। অন্যান্য কর্মী তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।