কলকাতা

বিধায়ক নওশাদ সিদ্দিকি-র ১৩ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নশাদ সিদ্দিকি সহ ১৩ জনকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। মঙ্গলবার নওশাদ-সহ বাকিদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। মঙ্গলবার আইএসএফ বিধায়কের আইনজীবী ব্যাঙ্কশাল আদালতে জামিনের আবেদন করেননি। বুধবার কলকাতা হাইকোর্টে নওশাদের জামিনের আবেদনের শুনানি রয়েছে। ১০ দিনের জেল হেফাজত শেষে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার আদালতে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি আশা করেছিলাম স্পিকার স্যার আমার হয়ে কোনো কথা বলবেন। তিনি কী বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন। আমি আইনের পথেই হাঁটবো। বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে।’ পাশাপাশি তিনি বলেন, ‘হয়তো ভাবছে পঞ্চায়েত ভোটে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফ মানুষের মনে ঢুকে গেছে বলে মন্তব্য করেন তিনি।’