এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এদিন গ্রামে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম নেতারা। সিপিএমের অভিযোগ, পুলিশি বাধায় তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। পুলিশের দাবি, ঘরছাড়া ফেরত নিয়ে আসা হলেও অন্য এলাকার লোকেদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বাম নেতাদের। পরে ওই গ্রামে প্রবেশের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁকে পুলিশের তরফে আটকানো হলে সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকি বলেন, “কেন শিশু দিবস হয় জানেন। আমার বেশ কিছু উদ্দেশ্য ছিল। যে ভাইকে গুলি করে মারা হয়েছে তার পাশে দাঁড়ানো। কারণ, আমরা দেখেছি কিছু সময় পরে কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। তাই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। আজ শিশু দিবস, কিন্তু ওখানকার শিশুর আতঙ্কিত। তারা খেতে পারছেন না, তাদের খাবার নেই। অপদার্থ প্রশাসন। সারাদিনে খাবারও দেয়নি তাদের।”