বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ১৬ নভেম্বরের মধ্যে। সেটি আপাতত ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।