জেলা

প্রয়াত পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং। লেপচা লোকসাহিত্য, লোকগাথা, লোককথা, লোকগান, ছড়া ও প্রবচন সংকলনের বিষয়ে তাঁর অগাধ অবদান রয়েছে। শুধু তাই নয় নেতা হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। পাহাড়ে অত্যন্ত দক্ষ অভিভাবক হিসেবেও সুনাম ছিল তাঁর। এদিন তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ‘আমাদের পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসাং তামসাং-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু পাহাড়ের লেপচা মানুষ এবং আমাদের সকল সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি। তিনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আমাকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। তিনি আমার বইগুলি তাদের ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি ছিলেন একজন অত্যন্ত ভালো মানুষ এবং একজন মহান জনসেবক ও নেতা। তাঁর প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা।’