জেলা

মিরিকের দুধিয়ায় ক্যাম্পে দুর্গতদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, রাস্তা মেরামতিতে জোর

বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃষ্টি, ধসে পথঘাট ভেঙে গিয়েছে। সেতু ভেঙে বিচ্ছিন্ন পাহাড়ের একাধিক জনপদ। পরিস্থিতি পরিদর্শনে ইতিমধ্যেই বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরকাটার পর মঙ্গলবার তিনি চলে যান মিরিক। দুপুরে মিরিকের দুধিয়ার ত্রাণশিবিরে পৌঁছে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন, ধসে ভেঙে যাওয়া রাস্তাগুলি আগে মেরামত করতে হবে। তার জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। ইতিমধ্যে দার্জিলিং-মিরিক সংযোগকারী ভেঙে পড়া দুধিয়া ব্রিজ সংস্কারে পদক্ষেপ করা হয়েছে। কাজ কতটা এগিয়েছে, তাও খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ক্যাম্পে আশ্রয় নেওয়া দুর্গতদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সবদিক নজরে রাখতে হবে। কমিউনিটি কিচেন আপাতত একমাস চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ক্যাম্পের বাইরে বেরিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে প্রতিশ্রুতিমতো  তুলে দেন মুখ্যমন্ত্রী।