দেশ

পুরীতে মমতার বঙ্গভবনে ‘সবুজ সঙ্কেত’ দিলেন নবীন পট্টনায়েক

পুরীতে বঙ্গভবন তৈরির সবুজ সঙ্কেত দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশা সফরে যাওয়ার আগেই পুরীতে বঙ্গভবন তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা সফরে গিয়ে সেখানে জমিও দেখেন তিনি। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকের শুরুতেই বঙ্গভবনের বিষয়ে নিজের সম্মতির কথা জানিয়ে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকের শুরু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কি তাহলে বঙ্গভবনের কাজ শুরু করতে পারব? “। উত্তরে নবীন পট্টনায়েক বলেন, ‘হ্যাঁ আপনি শুরু করে দিন।’ আগেও অনেকবার ওড়িশা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফর অবশ্যই নতুন মাত্রা পেয়েছে ২টি কারণে। একটি, পুরীতে বঙ্গভবন তৈরির প্রস্তুতি পরিদর্শন এবং দ্বিতীয় নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ। সূত্রের খবর, রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরির নকশাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জমি পছন্দ করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সেই নকশা ও সার্বিক প্রস্তুতিও খতিয়ে দেখবেন পূর্ত দফতরের আধিকারিকদের কাছ থেকে। পুরীর সমুদ্রের কাছে এবং মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক বেসরকারি গেস্ট হাউস রয়েছে। তবে বাংলার রাজ্য সরকারের গেস্ট হাউস এই প্রথম হতে চলেছে।