কলকাতা

রাজ্যে ৫১ জন আইপিএস পদে ব্যাপক রদবদল

রাজ্য ও কলকাতা পুলিশের আইপিএস পদে বৃহস্পতিবার ব্যাপক রদবদল ঘটানো হয়। বদলি করা হল কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকেও। তাঁর জায়গায় আসছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী। মুরলী হলেন অতিরিক্ত কমিশনার। বদলি হলেন এডিজি (এসটিএফ) জ্ঞানবন্ত সিংহও। এ বার তাঁকে সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছে। নতুন এডিজি এসটিএফ হলেন সঞ্জয় সিংহ। মোট ৫১ জন আই পি এস অফিসারের পদোন্নতি এবং অন্যত্র রদবদলের বিজ্ঞপ্তি এদিন প্রকাশ হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরুলি ধরকে পদোন্নতি দিয়ে অ্যাডিশনাল সিপি পদ দেওয়া হয়। এর পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়কে এবং যুগ্ম পুলিশ কমিশনার সদর শঙ্খশুভ্র সিনহা সরকারকে অ্যাডিশনাল সিপি পদে কলকাতা পুলিশে পদোন্নতি দেওয়া হয়। বদলি করা হয় কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকে। তাকে পাঠানো হয় ডিআইজি সিআইডি প্রেসিডেন্সি রেঞ্জ পদে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার কে বদলি করা হয় এসপি মেদিনীপুর পদে এবং কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল যাদবকে বদলি করা হয় ডিআইজি কোস্টাল গার্ড সিকিউরিটি পদে। বিধান নগর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার দেবস্মিতা দাস কে বদলি করা হয় ডিআইজি এস টি এফ পদে । কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক পদে বদলি করা হয়। এডিজি জ্ঞানবন্ত সিং কে বদলি করা হয় এডিজি আর্মস পুলিশ পদে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হরি কিশোর কুসুমাকারকে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। দক্ষ আইপিএস অফিসার বিশাল গর্গকে রাজ্য গোয়েন্দা বিভাগের আইজি সিআইডি পদে বদলি করা হয়। কলকাতা পুলিশের নতুন ডিসি সাউথের দায়িত্বে আসলেন সুদীপ সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনাকে অন্যত্র বদলি করা হয়।