খেলা

বিশ্বকাপ জিতলে ভারতীয় হকি খেলোয়াড়দের কোটি টাকা পুরস্কার দেবে ওড়িশা সরকার

আগামী ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসতে চলেছে ১৫তম হকি বিশ্বকাপের আসর। আর ওই আসরে বিশ্বসেরার শিরোপা ছিনিয়ে আনতে পারলে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়রা এক কোটি টাকা করে পুরস্কার দেবে ওড়িশা সরকার। এমনই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৃহস্পতিবার নবীন পট্টনায়েক রৌরকেল্লায় বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সে বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন। ভিলেজটি ৯ মাসের মধ্যে তৈরি করা হয়েছে। রয়েছে ২২৫ টি ঘর। এখানেই থাকবে বিশ্বকাপ খেলতে আসা দলগুলো। হকি বিশ্বকাপের আসর বসবে ১৩ থেকে ২৯ জানুয়ারি ভুবনেশ্বর ও রৌরকেল্লায়। খেলবে ১৬ দেশ। প্রথম দিনই ভারতের ম্যাচ স্পেনের সঙ্গে। ১৫ জানুয়ারি ভারত খেলবে ইংল্যান্ডের সঙ্গে। ১৯ জানুয়ারি ভারতের সামনে ওয়েলস। বৃহস্পতিবার গেমস ভিলেজ উদ্বোধনের পর ভারতীয় হকি দলের প্লেয়ার, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে গল্প করেন পট্টনায়েক। সেখানেই তিনি বলেন, ‘‌বিশ্বকাপ জিতলে প্রত্যেক প্লেয়ারকে ১ কোটি টাকা করে দেওয়া হবে। দলের জন্য শুভেচ্ছা রইল। আশা এবার ভারতীয় দল বিশ্বকাপ জিতবে।’‌ ভারতীয় খেলোয়াড়রাও হকির উন্নয়নে ওড়িশা সরকারের ভূমিকার প্রশংসা করেন।