১৮ বছরের আইপিএল সিজনে প্রথমবারের জন্য শিরোপা জয় করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের এই আনন্দ হল ক্ষণস্থায়ী। কারণ, শিরোপা জেতার পরের দিনই বিজয় মিছিলে বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় মৃত্যু ঘটে ১১ জন সমর্থকের। ঘটনায় সারাদেশে সাড়া পড়ে গিয়েছে। শুক্রবার এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিখিল সোসালে। যিনি আরসিবি-র মার্কেটিং হেড। ফ্রাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের মূল চাবিকাঠি ছিলেন তিনিই। পুলিসের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা ৩০ নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করা হয়। তিনি মুম্বই যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নিখিল সোসালে ছাড়াও এই ঘটনায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তিন কর্মী কিরণ, সুমন্ত ও সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করেছে পুলিস। উল্লেখ্য, ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে কর্ণাটক রাজ্য সরকার ও প্রশাসন। বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বেঙ্গালুরু পুলিস কমিশনার বি দয়ানন্দসহ একাধিক উচ্চপদস্থ পুলিস আধিকারিককে বরখাস্ত করেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
