দেশ

উত্তরাখণ্ডে রেলের জমিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট

সুপ্রিমকোর্টের রায়ে স্বস্তিতে উত্তরাখণ্ডের রেলের জমিতে তৈরি করা বাড়ির কয়েক হাজার বাসিন্দা। বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল,  এক রাতের নোটিশে তাদের কোনওভাবেই সেখান থেকে তুলে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কঔল এবং বিচারপতি অভয় শ্রীনিবাস ওকার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তাদের এই রায়ের ফলে উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া উচ্ছেদ অভিযানের পক্ষে দেওয়া রায় স্বাভাবিক নিয়মেই খারিজ হয়ে গেল। ডিভিশন বেঞ্চ বলেছে, তারা উচ্ছেদ অভিযান প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিচ্ছে না। উত্তরাখণ্ড হাইকোর্ট সাততাড়াতাড়ি উচ্ছেদের যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। উচ্ছেদ করার আগে সেখানে যারা বাস করছে, তাদের জন্য় আগে বিকল্প ব্যবস্থা করতে হবে। ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করতে গিয়ে জানিয়েছে, শুধুমাত্র মানবিক কারণে এই রায় দেওয়া হয়েছে।  বেঞ্চ বলেছে, যেটা আমাদের ভাবিয়ে তুলছে তা হল দেশভাগের পর যারা ওই জমিতে বাড়ি-ঘর তৈরি করে আজ ৬০-৭০ বছর ধরে বাস করছে, এক রাতের নোটিশে তাদের উচ্ছেদ করে দিলে তারা কোথায় যাবে। জমি যার, তাঁর অধিকার রয়েছে বেআইনি দখলদারদের তাড়িয়ে দেওয়ার। কিন্তু মানবিক দিকটাও ভাবা প্রয়োজন। তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা যায় না। আগে এই বিকল্প ব্যবস্থা তৈরি হোক, তারপর উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ দেওয়া হোক।