সিবিআই মামলায় শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডি’র মামলায় আগেই জামিন পেয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের মামলায় তাঁর জামিন মঞ্জুর করে। তবে মানতে হবে একাধিক শর্ত ৷ চলবে সিবিআই নজরদারি ৷ মামলার পরবর্তী শুনানি 20 মার্চ ৷ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ ৷ তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ৷ হাইকোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। ইডির মামলাতেও আগেই জামিন পাওয়ায় আপাতত জেল থেকে বাড়ি ফিরতে পারবেন তিনি। মার্চ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷ আজ এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়া উচিত বলে আদালত মনে করছে। মাঝে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন ইডি’র মামলায় আগেই জামিন পাওয়া এদিন হাইকোর্টের জামিনে জেলমুক্তি হল ‘কালীঘাটের কাকু’র।
শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন
* সিবিআই নজরদারি চালাবে।
* বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবে না।
* 2টি মোবাইল ফোন নম্বর সিবিআই-কে দিতে হবে।
* নজরদারির জন্য মোতায়েন থাকবে সিআরপিএফ।
* পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না।
* চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না ৷