কলকাতা

সল্টলেকে বাড়ির দোতলার ঘরে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ১

আচমকা বাড়ির দোতলার ঘরে ভয়াবহ আগুন ৷ উদ্ধার করার আগেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ সল্টলেক ডিএ ব্লকের 4 নম্বর বাড়িতে । মৃত ব্যক্তির নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া ৷ বয়স 47 বছর । পরে দমকলে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা মা, পাঁচ বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন দেবর্ষি। তবে তিনি অতিরিক্ত মদ্যপান করতেন এবং স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই গণ্ডগোল করতেন বলে স্থানীয়দের দাবি । সোমবারও তিনি দোতলার ঘরে একাই ছিলেন ৷ কয়েকদিন ধরে ঘরের উপরে ফল সিলিংয়ের কাজ চলছিল ৷ সেই ঘরেই আচমকা সোমবার রাতে আগুন লাগে ৷ তাতে পুড়ে মৃত্যু হয় বাবুয়ার ৷ আর এই ঘটনাতেই রহস্য দানা বাঁধছে প্রতিবেশীদের মনে । পরিবার ও পরিচিতদের অনুমান, বাবুয়া হয়তো মদ্যপান করা অবস্থায় ধূমপান করছিলেন ৷ সেখান থেকেই তাঁর ঘরে অগ্নিসংযোগ ঘটে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা ৷ পরিবারের তরফে জানতে পেরেছি, মৃত ব্যক্তি একাই ছিলেন নিজের ঘরে ৷ মেয়েকে নিয়ে বউ পাশের ঘরে ছিলেন ৷ দেবর্ষি নেশা করতেন ৷ ঘর থেকে সিগারেটের টুকরো পাওয়া গিয়েছে ৷ অনেক সিগারেট খেতেন বলে বাড়ির লোক জানিয়েছে ৷” পাশাপাশি স্থানীয় ও পরিবারের অভিযোগ, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলেও দমকলে আসতে কিছুটা দেরি হয় । মৃতের জামাইবাবু জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, “দমকল আসতে অনেক দেরি করে ৷ তারা এসে নানান অজুহাত দিতে থাকে ৷ পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে ৷ ধূমপান থেকে আগুনের ঘটনা কি না, সেটা তদন্তের পরই খোলসা হবে ৷ তবে দেহে কিছু ছিল না, কঙ্কালসার হয়ে গিয়েছে ৷” যদিও মন্ত্রী সুজিত বসু দমকল দেরিতে আসার অভিযোগ মানতে নারাজ ৷ তিনি বলেন, “দমকল কখনও দেরি করে না ৷ দমকলকে প্রথমে বিএ ব্লকে আগুন লেগেছে বলে খবর দেওয়া হয় ৷ কিন্তু ডিএ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ বিএ ও ডিএ ব্লকের মধ্যে তফাত আছে ৷ তবে দমকল এসে আগুন নিভিয়েছে ৷ পুলিশও আগে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করে ৷ দমকলের যা কাজ তারা সেটা করেছে ৷ তাও দমকলের যদি কোনও গাফিলতি থেকে থাকে তার তদন্ত হবে ৷” সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনার ওই বাড়ির একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ প্রাথমিকভাবে সিগারেট থেকে আগুন বলে মনে করছে দমকল ৷ তবে তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে ৷ দমকল মন্ত্রী সুজিত বসু জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ ওই বাড়িটির একটা ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা পুলিশ এবং দমকল খতিয়ে দেখছে । এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেবর্ষি গঙ্গোপাধ্যায় ছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে ।