দেশ ভাইরাল

এয়ার ইন্ডিয়ার একমাত্র জীবিত যাত্রী বাড়ি ফিরেই চোখের জলে ভাইকে বিদায় বিশ্বাসকুমার রমেশ

বিমানে ২৪২ জনের মধ্যে বিশ্বাসকুমার রমেশের সঙ্গে ছিলেন তাঁর দাদা অজয়ও। বাড়িতে ছুটি কাটানোর পরে দু’জন একসঙ্গে বিমানে সওয়ার হয়েছিলেন। দুই ভাইয়েরই লন্ডনে ফেরার কথা ছিল। কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে ফিরলেন একজন। মৃত্যু হয়েছে তাঁর দাদারও। আমেদাবাদে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা বিশ্বাসকুমার রমেশ বুধবার গেলেন দাদা অজয়ের শেষকৃত্যে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দিউয়ের বাসিন্দা রমেশ পরিবারের সঙ্গে অজয়ের শেষকৃত্যে এসে উপস্থিত হয়েছেন। তাঁর কপালে, কানে ও গালে ব্যান্ডেজ ছিল। এ দিন রমেশ তাঁর দাদার কফিন কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে শেষ বিদায় জানান। রমেশ ও অজয় লন্ডন থেকে দিউয়ের বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। ১২ জুন অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার সেই বিমানে করে পরিবারের কাছে ফিরছিলেন দু’জন। ওই দিন রমেশ বসেছিলেন ইমার্জেন্সি এগজ়িটের পাশে 11A আসনে। তাই দুর্ঘটনার পরেই তিনি কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু ভাইকে বাঁচাতে পারেননি। সেই দুর্ঘটনাতে পাইলট ও ক্রু-সহ ২৪১ জন যাত্রীর সঙ্গে প্রাণ হারান অজয়।