দেশ

এবার আন্তঃরাজ্য যাতায়াতে বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রের

আনলক প্রক্রিয়া চলাকালীন সাধারণ মানুষ ও পণ্যসামগ্রীর আন্তঃরাজ্য চলাচলে সব রাজ্যকে বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র । অর্থনৈতিক কার্যকলাপ পুনরায় সক্রিয় করতেই এই সিদ্ধান্ত । সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের সঙ্গে আজ একটি বৈঠকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা । বৈঠকে ভাল্লা বলেন, বিভিন্ন জেলা ও রাজ্যগুলিতে স্থানীয় স্তরের যাতায়াতে বিধিনিষেধ জারি রয়েছে এমন খবর পাওয়া গিয়েছে । আনলক ৩-এর নির্দেশিকাটি উল্লেখ করে তিনি বলেন, এই জাতীয় বিধিনিষেধ পণ্য ও পরিষেবাদির আন্তঃরাজ্য যাতায়াতে সমস্যা সৃষ্টি করছে ।যা ডিস্ট্রিবিউশন চেনকে ক্ষতিগ্রস্ত করছে এবং ফলস্বরূপ অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে । তিনি আরও বলেন, “আনলক ৩-এর নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যক্তি ও পণ্যের স্থানীয় ও আন্তঃরাজ্য চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না ।নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলির সঙ্গেও চুক্তি অনুযায়ী সীমান্তে বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তি ও পণ্য পরিবহনের জন্য পৃথক অনুমতি, অনুমোদন বা ই-পারমিটের প্রয়োজন হবে না ।”