জেলা

আগামী ২৮ মার্চ সিঙ্গুরে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

 পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের সামনে আসছে সিঙ্গুরের নাম। এই সিঙ্গুর আন্দোলনই ছিল ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অস্ত্র। এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই সিঙ্গুর থেকেই রাজ্যের মানুষকে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ, কেন্দ্র গ্রামোন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও রাজ্যের নিজস্ব তহবিলের তিন হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার শিলান্যাস সিঙ্গুর থেকেই করবেন মমতা। আগামী ২৮ মার্চ এই শিলাল্যাস অনুষ্ঠান হবে।  নবান্ন সূত্রে খবর, এই অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে হুগলি জেলার তিনটি জায়গা তালিকায় রাখা হয়েছিল। যার মধ্যে বেছে নেওয়া হয়েছে সিঙ্গুরকেই। রাজ্যের এক অফিসার জানান, সিঙ্গুরের জাতীয় সড়ক লাগোয়া রতনপুরে আড়াই কিলোমিটার রাস্তার প্রতীকী শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আবার, প্রতিটি জেলার রাস্তাও তিনি ওইদিন ভার্চুয়াল মাধ্যমে শিলান্যাস করবেন। সিঙ্গুরের এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় এক লক্ষ মানুষ। এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে। প্রসঙ্গত, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে মোট ১২ হাজার ৮২১ কিলোমিটার দৈর্ঘ্যের ৯ হাজার ২১৫টি গ্রামীণ সড়ক তৈরির টার্গেট নিয়েছে রাজ্য। যার মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্যের (১,৭২০ কিলোমিটার) রাস্তা হবে হুগলি জেলায়। ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পের প্রদেয় টাকা আটকে রেখেছে মোদি সরকার। বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে আগামী ২৯ এবং ৩০ মার্চ কলকাতায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন, ২৮ মার্চ, রাজ্যজুড়ে মানুষকে মমতা কী বার্তা দেন, তা নিয়েই চলছে জল্পনা।