দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার তাদের পরাণগঞ্জের জঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ রবিবার এই তিন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন বাকিদের খোঁজে জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় আরও একজনকে আটক করেছে পুলিশ ৷ এই প্রসঙ্গে এদিন এক পুলিশ আধিকারিক বলেন, “দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ৷ পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৷” পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ধৃতরা হল অপু বাউরি, সেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন । আটক করা হয়েছে শেখ নাসিরুদ্দিন ওরফে সম্রাটকে ৷ ধৃতদের দুর্গাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দুর্গাপুর) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ‘গণধর্ষণ’-এর অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। দুর্গাপুরের এসডিজেএম তিন অভিযুক্তকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। অপরাধে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য জিজ্ঞাসাবাদ করতে তাদের পুলিশ হেফাজতের আবেদন করেছেন রাজ্য সরকারের আইনজীবী।
একদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে ৷ জানা গিয়েছে, নির্যাতিতা পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ৷ অভিযোগ, শুক্রবার রাতে তাঁর এক বন্ধুর সঙ্গে মেডিক্যাল কলেজ ক্যাম্পাস বাইরে ঘুরতে যান ওই তরুণী ৷ দু’জন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন মোহনবাগান অ্যাভিনিউ ধরে হাঁটছিলেন ৷ অন্ধকারের মধ্যে ৫ জন নির্যাতিতাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অনুমান পুলিশের ৷ ঘটনার সময় তরুণীর সহপাঠী পালিয়ে যান বলেও অভিযোগ । কিছুক্ষণ পর ফিরে এসে ওই সহপাঠী অসুস্থ পড়ুয়াকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন বলে জানা গিয়েছে । নির্যাতিতা ছাত্রীর পরিবারের দাবি, গণধর্ষণ কাণ্ডের সঙ্গে ৫ জন যুক্ত রয়েছে ৷ অভিযুক্তরা সকলেই তাঁর অপরিচিত ৷ এবার নির্যাতিতার বন্ধুর ভূমিকাও খতিয়ে দেথছেন তদন্তকারীরা ৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর শহরে । দুর্গাপুরে বেশ কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ-সহ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ রয়েছে। ভিন রাজ্যের বহু ছাত্র-ছাত্রী এই কলেজগুলিতে পড়াশোনা করতে আসেন । কিন্তু এই ধরনের ঘটনা দুর্গাপুরে এই প্রথম ঘটল বলে দাবি স্থানীয়দের ।


