বুধবার সকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার প্রথম সরকারী ভারত সফরে মুম্বই পৌঁছেছেন। লন্ডন থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে আসা স্টারমারকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার এবং রাজ্যপাল আচার্য দেবব্রত স্বাগত জানান। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্টারমারের পৌঁছনোর ছবি শেয়ার করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে বলেছেন, “ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে! বিমানবন্দরে মহারাষ্ট্র ও গুজরাতের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত তাঁকে স্বাগত জানিয়েছেন। এটি প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম ভারত সফর। এই সফর আমাদের শক্তিশালী ও গতিশীল ভারত-ব্রিটেন অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করল।” ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার মুম্বইয়ে মোদি এবং স্টারমারের মধ্যে দেখা হবে। তাঁরা শহরে সিইও ফোরাম এবং গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন। এই দুই দিনের সফরে, দুই রাষ্ট্রনেতা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সম্পর্ক সহ দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন। তারা “ভিশন 2035”-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত-ব্রিটেনের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সকল দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন, যা জুলাই মাসে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এর পাশাপাশি সম্মত হওয়া 10 বছরের রোডম্যাপ। এই অংশীদারিত্বের মূল স্তম্ভগুলির উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। স্টারমারের দুই দিনের ভারত সফরের সময়, তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু এবং শিক্ষার মতো ক্ষেত্রে ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী স্টারমার গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ সংস্করণে অংশগ্রহণ করবেন এবং মূল বক্তব্য রাখবেন। দুই নেতা শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শীর্ষস্থানীয় স্টার্টআপগুলির সঙ্গেও মতবিনিময় করবেন।


